।৮।
কতদিন দেখা নেই তনু
অভিমান এখনও কি জমা!
একমাস পরে ফিরে এলে-
আমার এ কাব্যসুষমা।


হাত ধরি রাস্তার মোড়ে
সেইদিন ঝিলপথ পারে-
কেটে গেছে দুপুরের কাল
এই কথা ভাবি বারেবারে।


মুখ থেকে খুলেছ চশমা
দেখিয়েছ সোনাঝরা চোখ;
ওই হাত ধরেছি গোপনে
দেখে গেছে আশেপাশে লোক।


জুতো খুলে রেখে দাও দূরে-
দেখেছি যে পায়ের বাহার;
সোনাদেহে সোনা ঝরে যেন-
চৈত্রের কঠিন চিৎকার।


ঝিল পারে কত চেঁচামেচি-
ঘাসবন ছিল যে শান্ত!
আমাদের প্রাপ্ত বয়স
মনে হয় কেউ সেটা বুঝত।


সেই থেকে তুমি 'বনলতা'
তুমি ছিলে কবিতার শুরু;
পিঠের ও আলগাতে চুমু
আজও কেন বুক দুরু দুরু!


কতদিন দেখা নেই তনু
অভিমান এখনও কি জমা!
       -------
** চলবে।