।১৩।
কতদিন দেখা নেই তনু!
মনে পড়ে সেই সব দিন;
আমি তুমি ঠাকুরের দেশে-
ভালোবেসে চির অমলিন


কত কাছে তুমি ধরা ছিলে!
কত ভালো সেজেছিলে তুমি;
খুশিতেই হেসে উঠেছিলে
কবেকার যেন চেনা ভূমি।


সব দেখি আবেগের সুরে-
কিছু তার বাকি রেখে যাই;
আমি তুমি আসব আবার
থেকেছি যে সে অপেক্ষায়।


তুমি ঘোরো আপনার সুখে-
কত ছবি তুলেছ সেখানে;
তোমাকে যে দেখি বারবার
সেই সব ছবিতে যতনে।


আমি বলি বিরিয়ানি খাও
তুমি এলে হোটেলের দোরে;
ভাত মাখা ইলিশের ঝোল
আমি তুমি একা সেই ঘরে।


ফিরে এসে তুমি কথা দাও-
এভাবেই চিরদিন যাবে;
কতকিছু কিনেছি সেদিন
ছাতা কিনে দিই উৎসবে।


কতদিন দেখা নেই তনু
মনে পড়ে সেই সব দিন।
     ------
** চলবে।