।১৭।
কতদিন দেখা নেই তনু!
কতদিন ফেসবুকে রেস্ট;
নতুন খুলেছ একাউন্ট
পাঠাব না আর রিকুয়েস্ট।


ছবি দাও কলেজের সাজে
কোথাও বা নবীনবরণ;
ভার্সিটি পথে তুমি একা
ভালোবাসো খেতে পপকর্ণ।


আমি বুঝি, তুমি আসো যাও-
ভালো আছো অন্য কোথাও;
আমাকেই ভুলে গেলে শুধু
কাজলের চিহ্নে মাতাও।


খুশি হই তোমাকে যে দেখে
ও চোখেতে হাজার স্বপন;
অবুঝ তো নও তুমি মোটে
মধুর সে ছিল আলাপন।


তুমি ছিলে সাধারণ মেয়ে
বাঁধাচুল বেশভূষা প্রিয়;
অল্পেতে খুশি হতে তুমি
কথা কিছু মনেতে রাখিও।


আমি আছি, সময় তো কম
নানা কাজে ডুবে আছি বেশ;
মাঝে মাঝে মনে পড়ে সব
এ কবিতা বুঝি তার রেশ।
       -----