।২৪।
কতদিন দেখা নেই তনু!
কতদিন কথা নেই ফোনে।
কত বেলা কেটে গেছে আজ
কত কিছু ভুলেছি গোপনে।


আজ তাই অবেলায় ভাবি
ভালোই করেছ তুমি বটে!
ভেবে গেছি তোমাকেই একা
কত কথা আসে এই ঠোটে।


কতদিন কত ঘটনায়-
তবু মনে সেই সব ছবি;
ভুলতে যে চাই আমি রোজ
মনে এসে ভিড় করে সবই।


এই বুঝি ভালোবাসা ছিল
লেখা থাক আজ কবিতায়;
চিরদিন থেকো তুমি মনে
তোমাকে যে ভাবি অবেলায়।


নিশিদিন তোমার স্বপন
গোপনেতে ওই ছবি দেখা;
তুমি ছিলে 'বনলতা সেন'
প্রণয়ের কথা সব লেখা।


আমারতো সেই মোবাইল
আছে সেই এক নাম্বার;
ইচ্ছাটি হয় যদি কভু
কথা বোলো প্রিয়তি আবার।


কতদিন দেখা নেই তনু
কতদিন কথা নেই ফোনে।
         -----
** শেষ।