।।চার।।
কতদিন দেখা নেই তনু
কতদিন কথা নেই জানি;
অবশেষে দেখা দিলে তুমি-
সবকিছু সাথে 'কল্যাণী'।


বোশেখের শেষদিন ছিল
দাবদাহ সে দুপুরবেলা;
'ঘোষপাড়া মোড়' এ হল দেখা
হাত নেড়ে পরিচয় খেলা।


তুমি এসে মোর চোখে চাও-
ভুলিব না তনু কোনোদিন;
তুমি যেন সহজেই এলে
পরিণত জীবনেতে ঋণ।


ভেজাচুল ছিল সব ছাড়া
সকালেই দূর থেকে এলে;
একখানি ব্যাগ ছিল কাঁধে
মুখ মাঝে আবেগতা ঢেলে।


চলে যাব এবার কোথায়
কোন পথে হাঁটব দু'জন;
চেনাপথ তোমার আমার
হাটা শেষে প্রান্তে 'ভূষণ'।


কত কথা সেই টেবিলেতে-
হাত ধরে করেছ স্বীকার;
এভাবেই চলবে যে তুমি
তুমি দিলে আজ অধিকার।


কতদিন দেখা নেই তনু
কতদিন কথা নেই জানি।
    -------
** চলবে।