বাসর সাজিয়ে বসে আছি প্রিয়
গাঁয়েতে হলুদ বেনারসী;
আমার কপালে চন্দনের নানা ফোঁটা
হরেক লোকের ভিড়ে আমি কত খুশি।


বেলা বয়ে যায়-
ধীরে ধীরে লগ্ন বুঝি আসে
কত কোলাহল;
মন বলে- এই বুঝি তুমি এলে!


পুরোহিত চিৎকার করে-
লগ্ন বয়ে যায়।
বর কোথায়?


আশ্বিনের ঝড়ের মতো উত্তর এল-
বর আসবে না।
সমাজ আমাকে দেখো-
আমি লগ্নভ্রষ্টা!
লজ্জায় আমার মাথা আঁচলে লুকালাম।
          ------