সাম্য সুরে আওয়াজ তোলো
আঘাত করো পুরুষ মনে;
স্বজন কথা এবার ভোলো
সবাই এসো এক আসনে।


ও দৃষ্টি তোমার পাল্টাবে না
দেখবে তুমি লোভের বশে;
সত্যিটা মোর আছেই জানা
বলি হব সব অবশেষে।


আছে আইন আছে শাসন
বিশেষ কত খাতার মাঝে;
ব্যস্ত যে নগর প্রশাসন
সব পাহারা সকাল সাঁঝে।


নিজের শরীর নিজে রাখি
গোপনেতে লজ্জা রাখি ঢেকে;
ঝড়ের রাতি দূর করিব
পৃথিবীর এ ছায়ায় থেকে।
           -----