সাদাপথ চলে গেছে-
ও শরীর জুড়ে;
লক্ষ লক্ষ জ্যোতিচিহ্ন
কাছে আর দূরে।


শরীরের প্রশ্নগুলি
মাথা তুলে ওঠে;
বাতাসেরা অভিমানী
উল্টো পথে ছোটে।


তোমার শ্বাস আমার
সুখের লাগিয়া;
ওই বন-আলপথ
তোমার দুনিয়া।


রেখেছ পর্চা-দলিল
লিখে মানচিত্র;
ওই দেহ দিগন্তেতে
আমি যে পবিত্র!
     ------