হৃদয়ে রয়েছে সেই গভীরের ক্ষত-
তুমি যে ঘুমিয়ে, সেখানে তুলোর ওম;
নরম আঙুল অনুভবে সংযত
প্রতিকার চাই আর এক উপশম।


আমি সঙ্গীহীন ইতিহাস ইতিকথা-
শুধু বীতরাগ রূপমাঝে অলঙ্কার;
স্মৃতি বেঁচে আছে এক নিমেষ সখ্যতা
জন্মের সময় দেখেছিলে একবার।


আমি যে নিবীর্য, বসন্তের শীৎকারে-
মৎস্যপ্রহরে মাঝে মাঝে জেগে উঠি
নীলহ্রদ মাঝে দেখা হয় বারেবারে-
সেখানে নীরব আদরের লুটোপুটি।
        --------