একে একে চারিদিকে মৃত্যু ঘটে যাচ্ছে-
কিছু ভাবার আগেই! শব্দ পরিণত
কথার মাঝে কথার আতঙ্ক লাগছে;
মৃত্যুই সহজ আজ এক নিয়মিত।
আমাদের এ জীবনে থেকেছে প্রতিজ্ঞা
পাখির ডানা মেলার কথা অবিরত
তবুও কোথাও ঘটে নীরব অবজ্ঞা!
আমরা ভয়েতে বাঁচি তবু সাধ্যমতো।


আজ আসে নব নব প্রতিজ্ঞার দিন
এ জীবন পূর্ণ হোক প্রেমের ফলকে;
পৃথিবীতে তবু মৃত্যু দেখি পরাধীন-
জীবনের রং দেখি জোছনা আলোকে!
সব গান ঠেলে দিই আমি অবিনাশী;
তবুও মৃত্যুর টানে অবিরত ভাসি।
      -------