নিজ হাতে বসায়েছ তোমার আঁচল
পানে, অযাতিত ক্ষণ আমার আঁখির
কাছে প্রসারিত;দেখি দ্রুত হিমাদ্রির
শান্ত স্নেহ পরিবেশ চোখের কাজল।
করিয়াছ পরিপাটি নহে কিছু ছল
তোমার বুকের কাছে প্রিয় সমাধির
গোপন সকল কথা প্রভাত শিশির
থেমে যাবে প্রণয়েতে যত কোলাহল।


---
---