একা একা বসে আছ পলাশের তলে
কোন সে কারণে বলো ওহে অপরূপা!
আঁখিদৃষ্টি দেখি যেন প্রিয়তি স্বরূপা
পলাশ শোভিছে যেন আপনার গলে;
আঁখি যেন ভেসে গেছে নয়ন কাজলে-
তনু পানে চেয়ে দেখি হাত দুটি কাঁপা
কেশজ তুলিয়া হাতে বাঁধিয়াছ খোঁপা
পলাশ পাপড়ি নাও সোহাগ অঞ্চলে।


এবার ফিরিছ পথে চেয়ে আসমানে
আঁখিতে পড়েছে আজ ক্ষণিক নজর
চিরদিন আসি যেন এই মোহ টানে
পলাশ ফুটিলে পরে হৃদয় জর্জর!
আজ আর মন নেই পলাশের থানে-
স্মৃতি মাঝে ভাসে যেন ডুবিছে অন্তর।