প্রতিদিন এই পথে চলে যায় ট্রেন
বাজিয়ে বাঁশি। দেখি যে চেয়ে আমি দূরে,
কিন্তু কোনোদিন সে বাজেনি অন্তঃপুরে-
যতটা বেজেছে সকালের সাইরেন।
মোর ব্নলতা, সে ট্রেন খানিতে চাপি,
আমারে দেখিয়া নাড়িয়াছে দুইহাত
আলগোছে। জানায়েছে চেয়ে সুপ্রভাত;
হৃদয় মাঝে কত কথার ইচ্ছা লেপি।


জংশন ছেড়ে ট্রেন ঘুরে যায় দ্রুত
গ্রাম-পল্লি পড়ে থাকে দুধারে, আমিও।
জানলা-ছবি নীরবে দেখে চলে সেও,
ভাবিতে কখন যে হয়েছি দৃশ্যচ্যূত।
দূরে যত গেছ হৃদয়ে হয়েছ ভারি,
শুধু দাগ রেখে গেল হাজার দুয়ারি।
                 ---


** প্রতিটি বাক্য ১৪ হরফ বিশিষ্ট ।
*** 'হাজার দুয়ারি' একটি এক্সপ্রেস ট্রেন