সমাজ - পরিজন - নিত্যকথার দিন,
দূর থেকে দেখা শুধু মন হারাবার ।
ভালোবাসা কেড়ে নেয় এই সংসার-
পাশাপাশি দুটিমন কতই প্রবীণ ।
এটা এনো, ওটা কোথায়! ব্যস্ত মনটি,
নিত্যদিন বুঝে চলা অবিরাম ধারা ।
গৃহবন্দি জীবন যেন পাগলপারা;
প্রতিদিন চলে জানি নিত্য খুটিনাটি ।


এর মাঝে ইচ্ছা পেতে প্রিয় ব্ন্ধুজন ।
জীবনের গল্পকথা শুধু পথ চলা-
সময় কাটাতে চায় একান্তে দুজন ।
হাত ধরে হাঁটা যায় বিকেলের বেলা-
সুখ দুঃখ ভাগাভাগি সে পথ চলার
এসো বন্ধু তোমাতেই যে কথা বলার ।
              ------


** প্রতিটি বাক্য ১৪ হরফ বিশিষ্ট ।