এ মধুর ক্ষণে কেমনে পাইব তারে,
কোন কাননে ফুটে ফুল কোন গগনে।
দেখি নাই আজ তারে প্রভাত লগনে
আছে সে কোথায় কেউ কি বলিবে মোরে?
কেউ কি দেখেছে তাকে জানে সে খবর!
মনে হয় তারে দেখি করি অনুভব,
আমার কথা সকল সেও বোঝে সব,
জানি সে হৃদয় মাঝে আরশিনগর।


জীবনের পাতায় যে নাম তার লেখা-
হৃদয় মাঝেতে জানি তার বসবাস।
আঁখির পাতায় তার পেয়ে গেছি দেখা;
আমার হাসি কান্নায় থাকে বারোমাস।
হৃদয় পাশেতে থাকে চতুর সে জন;
ধরা না দিয়ে খেলিছে লুকোচুরি মন।
                 ------


** প্রতিটি বাক্য ১৪ হরফ বিশিষ্ট ।