আমি শুনতে চাইনি তোমার ধৃষ্টতা;
বুঝতে চাইনি অপমান বাক্যপাত;
ভালো লাগেনা আজ তোমার অজুহাত;
শুনবো না তোমার কষ্ট সকল ব্যাথা।
স্বেচ্ছায় করেছি আমি দূরত্ব স্থাপন-
ভুলেও চাইনা তোমার পথের পানে,
দেখা যদি হয় দিনের বিষাদ ক্ষণে,
কেমন আছো? সৌজন্য নেই প্রয়োজন।


হয়ত আঁখিতে জল, ভঙ্গুর হৃদয়।
সাজিয়ে রেখেছো মালা সহস্র মিথ্যার,
সেগুলি শোনার মতো নেই যে সময়,
আঁধারও তো সহ্য হয় সন্ধ্যার পর।
ভালো থেকো - এ কথাও জানাবো না আজ;
আচ্ছা উঠি ! এখন হাতে অনেক কাজ।
                ---------


** প্রতিটি বাক্য ১৪ হরফ বিশিষ্ট।