তোমাকে বয়ে চলা কাগজ পতাকায়;
বীরচিত্রে পুষ্পরাশি, 'বন্দেমাতরম';
একদিন নাচ-গান হরেক রকম;
'লজেন্স- চকোলেট' স্বাধীনতা শেখায়।
চলতে পারেনা পথে একা সে বালিকা-
রাজ সরকার হয়ে আছে 'গৌরী সেন',
দরিদ্র কল্যাণে স্বাধীনতা শেখালেন,
তমসায় নরনারী নিত্য কাঁদে একা।


সুযোগ পেয়ে চলে সমাজ বিত্তশালী-
সম্মান হানিতে কাঁদে ভারতের নারী।
অজ্ঞ, মুর্খরা ক্ষমতা পেতে চুলোচুলি,
বধির - অন্ধরা সমাজে দেশ বিহারী।
য্ন্ত্রণা বয়ে চলে, সমাজ উৎসুক-
মিছিলে হাঁটছি পেতে স্বাধীনতা সুখ।
         ------------
** কবিতার প্রতি বাক্য ১৪ হরফ বিশিষ্ট।