স্বপ্ন আসে বিষাদ শেষে একলা কান্না;
কলতানে হারিয়ে যায় নিত্য প্রলাপ-
অবসাদ বেলা মোর দূরন্ত বিলাপ;
দূর - সীমায় চেয়ে থাকা ইচ্ছা সূচনা।
তুমি আছো তোমার কাজে সাড়া মেলেনা-
মানুষ ছুটিছে তার নিয়ত পেশায়;
শিশুমন জেগে ওঠে নতুন আশায়;
একা একা কাব্য গড়ি তুমিতো এলে না।


ইতিহাস বুকে বাঁধা সেই শান্তিক্ষণ;
ক্ণ্ঠমালা গেঁথেছিলে হয়ে পারিজাত-
সেই স্মৃতি নিয়ে আজ বেঁচে আছে মন,
তোমারেই রচি বসে ভাবি অকস্মাৎ।
সেদিনের সব কথা স্পর্শ - অনুভুতি,
কেমনে দিই বলো হোম - যজ্ঞে আহুতি।
               ---------


** প্রতি লাইন ১৪ অক্ষর বিশিষ্ট।