জানতে চেয়েছি নিত্য খবর তোমার-
শরীর কেমন? দুপুরে কোথায় খাবে?
সারাদিন বাড়িতে, না কি কলেজ যাবে?
ঘুম ভেঙেছে ক'টায়? এত দেরি! আর-
কী বই পড়ছ এখন? মা, ভালো আছে!
কলেজে কী হল?  নিয়েছ সকল ক্লাস!
বিয়ে বাড়ি গেছিলে কি? পেয়েছ কি বাস?
কবে কোর্স - ওয়ার্ক! গাইড কী বলেছে?


আজকে করেছি ফোন একাধিকবার-
ফোন বেজেছে, ধরোনি! দাওনি রিপ্লাই।
উপায় ছিল যে শুধু বিলাপ করার,
মেসেজ করিনি জানিনা আছো কোথায়!
কেটেছে সারাদিন বড়ো চঞ্চলতায়-
জানি উত্তর দেবে যে, মন ভালো নাই।
            -----------


** কবিতার প্রতি লাইন ১৪ হরফ বিশিষ্ট।