আজ ভোরে বধূকে বলেছি বিছানায়-
তব মুখটি আমার বুকমাঝে থাক,
আধোঘুমে বলেছে সে - ক'টা দিন যাক,
বাইরে শিউলি ফুল আমি অসহায়।
সেদিন পিছন থেকে ডেকেছি প্রিয়াকে-
দেখা না করে হেঁটে সে চলে গেছে দ্রুত-
আমার আহ্বান-কথা শোনেনি হয়তো;
ক'টা দিন যাক - বলেছে দূরের থেকে।


অবাধ্য মন কবিতা লেখে দিয়ে ছন্দ;
কবিতা আসেনা মন চায় অবসর;
ক'টা দিন যাক - আবার লিখিও পদ্য!
মন বোঝায় আমায়, বলে বারবার।
ভোরে শিশির; জলে পদ্ম; বাজবে ঢাক-
এখন আনন্দ নয়; ক'টা দিন যাক।
          ----------
প্রতি লাইনে ১৪ অক্ষর আছে।