প্রতি শনিবার হাট সোনাঝুরি ধারে;
পসরা সাজায় এসে শান্তিনিকেতন।
গাছের ছায়ায় যেন নিত্য বিচরণ-
মন মজে যায় বাউলের সুরে সুরে।
খোলা রোদে, বাতাসে, সে বসতির দূরে-
নগরের জন আসে করতে সদায়;
আমন্ত্রণ করে যেন নিকটে কোপাই;
কত যে দেখার সেথা মন যায় ভরে।


হাতের-গলার সাজ, তোমার বসন-
সকল গহনা তোমার মানানসই,
দেখিতে সময় কাটবে অনেকক্ষণ-
সন্ধ্যা নামে, মন বলে - হাটে থাকবই।
কতজন যায় চেনেনা কাহারে কেহ-
আমার সাথে নাই বা গেলে; কিন্তু যেও।
              --------