তুমি মাতা, তুমি স্নেহময়ী, ঐশ্বরিক।
অসীম স্নেহের হাত প্রসারিত দূরে-
তোমার বসতি দীন - দুঃখী অন্তঃপুরে
নিঃশর্তে। নিঃস্বার্থ ভালোবাসা বাস্তবিক।
এ নহে শুধু মহিমা; ত্যাগ দয়ামায়া;
সহজে আলোর পথে, তোমার আহ্বান।
তুমি যে বিশ্বজননী, শান্তির সোপান।
প্রেমপথ ধরে অনন্ত আসা যাওয়া।


তুমি করুণাময়ী, বিশ্বাসের স্বীকৃতি;
হৃদয়মাঝে সহস্র দিনের প্রার্থনা।
স্বর্গের অন্ধকারে তোমার প্রেমপ্রীতি-
পীড়িতের বন্ধু তুমি, ক্ষমার সূচনা।
হে মাতা! আর্তে তব জীবন উৎসর্গ,
আজ সেবাশান্তি তোমারেই দিব অর্ঘ্য।
             ---------