আমি পাগলের মতো হয়ে যায় তনু,
পাগলের মতো। দেখে যে তোমার মায়া;
আদর মেশানো মুখে পড়েছিল ছায়া;
ললাটে চুম্বন আঁকি, আমি নতজানু।
পলক পড়েনা যেন মম দৃষ্টি মাঝে-
কী বাহার! কী বাহার! বদনেতে ছন্দ;
দুহাতে তুলিয়া ধরি হয়ে উঠি মন্দ;
নির্বাক হয়ে রই শরৎ ঘনসাঁঝে।


তুমি হেসে ওঠো শুধু কবিতার মুখে,
তোমার মলিন সুবাস জড়ানো দেহে-
তুমি মোর বঁধু, আছো মোর দৃষ্টিসুখে।
লালন করেছি আমার পরানস্নেহে।
এভাবেই তুমি চেয়ে থেকো নিষ্পলক-
মোর চুম্বনে তোমার প্রাণ সিক্ত হোক।
             ---------