আজ দেখা হল বাংলাদেশের সাথে,
শরৎ মধ্যদিনে বইয়ের বন্ধুত্বে।
রবীন্দ্রপ্রাঙ্গণে যে প্রিয় বাংলাদেশ-
বাংলার বই ভাষা করেছে প্রবেশ।
কত শত খোঁজাখুঁজি হারানো মানিক,
মিলেছে ভালোবাসায়, মিশেছে খানিক।
সকল সম্ভার নিয়ে সীমানা ছাড়িয়ে-
বাংলাদেশ আজ বাংলাতে হারিয়ে।


সব যেন পাশাপাশি নিবিড় অতিথি;
দেখিতে পাই যেন কত কথাপ্রকাশ-
আপন হৃদয়মাঝে আজ বসবাস।
আজ ভুল হয় কাঁটাতার রাজনীতি;
সময় - সাহিত্যে শোভা পায় মুক্তধারা;
ঐতিহ্য নবযুগে আজ বাঁধন হারা।
          ----------


** গতকাল (০৯/০৯/২০১৬) কলকাতার রবীন্দ্রসদনে অনুষ্ঠিত "৬ষ্ঠ বাংলাদেশ বইমেলা" থেকে ফিরে।