সূর্য উঠেছিল সবে; দেখেছিল মেয়ে।
মাজ'তে গেছিল ঘাটে কতক বাসন।
বাড়ির পিছনে দিঘি, নিত্য প্রয়োজন;
ফিরে যে এল না মেয়ে, শোকে বাড়ি ছেয়ে।
আদরের ছোটো মেয়ে যতনেতে রাখা-
কুনজরে দেখেছিল প্রতিবেশী স্বজন;
শরীর নিয়ে খেলিল, এলাকা নির্জন;
বাসন গোছানো ঘাটে, দূরে দেহ ঢাকা।


বাঁশপাতা, ঝোপ-ছায়া, পুকুরের পাড়;
সেখানে যায় না লোকে, আজ কত ভিড়।
কান্নায় ভাসিছে দিঘি, কিশোরী উদ্ধার;
প্রিয়জন ফুঁসছেন, এলাকা অস্থির।
মেয়ে দেবে মাধ্যমিক, জীবন সামনে-
শ্রীকন্যা হারিয়ে যায় অকাল রোদনে।
          ----------