তুমি যে আমারে আজ, কবি রচে’ গেলে
কবিতার এ ভুবনে। কবি প্রথমত-
আজি অভ্যাস ধারায়; রহিব সতত
এ সময় নিত্যদিন; কাব্য ডানা মেলে।
পড়ে’ নাও, দেখে’ নাও, পাতায় পাতায়
তুমি। তোমার ললাটে, তোমার চরণে
কাব্যছোঁয়া লাগিয়েছি অনেক যতনে-
সুর ধ্বনি সুর মাল্যে; গড়েছি তোমায়।


এ নহে কাব্য আমার; এ মঙ্গলদীপ।
জীবন মরুতে সব পাথরের ফুল;
বিশ্বাস করিয়া রাখি, আঁধারে প্রদীপ;
ভালোবাসার আশ্রয়ে চঞ্চল মুকুল।
গেঁথেছি কথার মালা, নহে কাব্যিকতা;
ছড়িয়ে ছিটিয়ে রাখা - প্রেম বনলতা।
            ----------