বর্ষা মরশুম শেষ; প্রকৃতি উল্লাসে-
বড়ো মাতোয়ারা দেখি; রোদ্দুরের রঙ্গ
এখানে বদলে গেছে। মেঘেদের সঙ্গ-
দুর্গার জন্য অপেক্ষা; পূজা কাছে এসে।
পুজোর প্রেমের কথা, ঐতিহ্যের সুর,
গল্পের ঝাঁপি সাজায় প্রথম প্রভাতে;
অপারমহিমা দেখা কালজয়ী সাথে-
সকলে আপন করি, কাছে আসে দূর।


শ্রীবৃদ্ধি, সমৃদ্ধি আর আপন অঞ্জলি-
উপহার, সমাহার সকলের তরে;
উৎসব প্রতিদিন, সন্ধ্যা কথাকলি-
দেবীর চরণতলে, প্রতি ঘরে ঘরে।
প্রতিমা ঘরেতে আজ নগ্নরূপে দেবী;
তাহাতেই সমর্পিত সুন্দর পৃথিবী।
           ---------