লালসাদা দুই রং যে মনমেখলায়-
খেলা সে শারদ মাঝে ভিতরে বাহিরে
আগমনি মনে; কত মেঘ ঢুকে পড়ে;
বাঙালির ঐতিহ্যতা শুধু অপেক্ষায়।
মুক্তির আনন্দ পেতে আকাশে তন্বী-
এমন শরৎপ্রাতে স্বপ্নের উড়ান;
গড়ে তোলা স্বাধীনতা আনন্দপুরাণ;
এভাবেও বেঁচে থাকা কত পাপ-পুণ্যি।


আমার ঘরেতে বাতি, সাজাব নৈবেদ্য;
হাহাকার মাঝে থাক' সৌজন্য আহ্বান;
মনোসরোবরে আজ শত শত পদ্ম।
পূর্ণ প্রতিদানক্ষণে লজ্জা নিবেদন;
হাত জোড় করে বলি, তুমি কত দূর-
আমার হৃদয়ে আনো আগমনি সুর।
            ----------