শ্রাবণের মুখ খানি যেন অবেলায়-
আঁধারে লুকিয়ে আছে জীবনের হাসি;
সে বনলতা নয়ন, বড়ো ভালোবাসি;
অতি শুভ লাগে যেন হৃদ মহিমায়।
প্রশস্তির মাল্যখানি মনেতে ঢালিলে-
চেয়ে চেয়ে দেখি শুধু, তুমি মোনালিসা;
হয়ত বা কৃষ্ণকলি, সকলি প্রত্যাশা;
এলো সাজে, এলো কেশে, নবীন সকালে।


কী যেন বলার আছে! চাপা ঠোঁট মাঝে-
অতিদূর যামিনীর বিরহিনী রাধা;
মুখের আড়ালে তার প্রকাশ যে বাজে-
তুমি যে পড়িলে প্রিয়ে এ হৃদয়ে বাঁধা।
ও নয়নে শোভা দেয় রবির কিরণ;
কাব্য লিখি ওই মুখে আমি চিরন্তন।
             -----------