আজ পড়ন্ত বিকেলে- তোমার ছায়ায়
আবার বসেছি আমি; একান্তে নির্জনে-
শুধু আপনার সাথে; কল্পনা, দুজনে
মিশে আছি বেশ; তব অসীম মায়ায়।
পাশেতে বসে' সেদিন, দুলায়েছ চুল-
চেয়েছ আমার প্রতি, শান্ত নিষ্পলকে
তুমি, বলেছ কথাটি; অনেক আলোকে
মধুমিতাক্ষণ; কভু নাহি হবে ভুল।


ভেসে চলে জলস্রোত, মন বরিষায়-
ক্লান্ত সময় হাসিছে, আসে নিত্যস্মৃতি;
সুন্দর পৃথিবীতল নিয়মে আশায়-
সকলি মিলিয়ে যায়; ফেরে পূণ্যতিথি।
হারিয়ে গিয়েছ, তাই আজ ভাবি মনে-
কত যে আপন ছিলে মোর আঁখি পানে।
            -----------