আজিকে উষাবেলার প্রতিক্ষা; আনন্দ
শুভদিন এনে দেয়; প্রাণে চিরন্তন,
শরতের শিশিরাশ্রু; কাশফুল ছন্দ-
আমোদিত মাতোয়ারা, আকাশপ্রাঙ্গণ।
বিচিত্র মেঘের সারি; শিউলির ফুল;
চণ্ডীমন্ত্র মনে দেয়, মা এসেছে দোরে-
নিবেদন প্রত্যাশিত; গঙ্গাতে আকুল-
রচনা তর্পণে তার ভক্তিশান্তি ঘরে।


অসুর নিধন শেষ; শুভ দেবীপক্ষ।
পুনঃ ফিরিবে ধরণী, গতানুগতিক।
উৎসব মিলাবে জানি, হানাহানি বক্ষ-
বিস্মৃতি পাবে সকল আধ্যাত্মবাতিক।
দেবীর লড়াই দেখি, মহালয়া ভোরে-
যুদ্ধের সূচনা বুঝি  প্রতি ঘরে ঘরে।
             ----------