ভোরের দরজা খুলে, দেখেছি দুয়ারে-
উৎসব; প্রতীক্ষা পরে রঙিন আশ্বিনে,
পুনরায় মেতে ওঠা; দেবীর নয়নে-
অঞ্জলি প্রসাদ সাথে, শৈশব প্রহরে।
মোর আঙিনায় আজ, শেফালি ফুলের
শুভ্রতা; দিগন্ত স্পর্শ করিছে মেঘেরা-
আনন্দ অসীমতায়; দুলিছে কাশেরা
একান্তে; অমরসাথি শিশির জলের।


উৎসবে শূন্যতা দেখি, অনেক পরানে;
আনন্দ উজ্জ্বলদীপ পারেনি রাঙাতে
তাদের; স্বমহিমায় শত ঘর কোণে-
তারা জেগে আছে; দেখি দুঃস্বপ্নের সাথে।
সবে মিলেমিশে আজ, উৎসবে মিতালি;
সার্থক দেশে আমার, উৎসব স্বর্ণালি।
            --------