প্রেয়সির হাত ধরে হাঁটি, অস্তাচলে-
পূর্ণশশী করে সাথি; কোজাগরী রাতে,
স্বপ্ন ঘেরা দু'নয়ন; অনাবিল স্রোতে,
যেন মিশি রজনীতে; প্রেমের আঁচলে-
সে গাঁয়ের চেনা পথ, বড়ো শোভাময়;
পূর্ণিমা কিরণে দেখি- খেত পাঁকা ধানে,
মাতাল প্রকাশ, নেশাহীন আলিঙ্গনে;
মাতিব দুজনে আজি জ্যোৎস্না খেলায়।


ঘরে ঘরে উলুধ্বনি, জেগে গৃহবধূ-
লক্ষ্মীসাথি করে; সেই আলো ভরা রাত-
নিদ্রামগ্ন  জগৎ খানি; জেগে লক্ষ্মী শুধু
কোজাগরী হবে শেষ, উদিবে প্রভাত।
স্বপ্ন মনেতে আঁধার, তবু লক্ষ্মী ব্রতি
মোর প্রেম লগনে কোজাগরী সাথি।
             --------