মোর ধন-মান-প্রাণ, সকল সঞ্চয়-
পুথি, নথি আর যত সজ্জিত আপন;
সহস্র রক্ষিত প্রিয় জীর্ণ পুরাতন
তব প্রাণে উপহার; তোমাতে সহায়।
বিচিত্র কর্মকুশল! সপি দেহমন
তোমাতে; উজাড় করি আপনার কাজে-
পুরানোকে সাথি করি; নতুনের সাজে
শিউলি বকুলে বাঁধি আঁচল প্রাঙ্গণ।


আপনার অহঙ্কারে গেঁথেছি অঞ্জলি;
আত্ম হৃদয় কথন, মহান ভাবনা-
তোমার দুয়ার মাঝে; মোর কথাকলি
প্রদান করেছি, সাথে গভীর চেতনা।
তোমার চরণতলে এ লেখার মালা;
আমার নব্য সময়ে সব গড়ে তোলা।
                --------