সাত পাঁকে বাঁধা পড়ি, করি মাল্যদান-
বেনারসি কুঞ্জে বাঁধি মিলন বাসর;
তা'রে সপি দেহ মন! প্রণয় আসর
করেছি আত্মপ্রকাশ রচনায় প্রাণ।
শীতল হয়েছি প্রেমে, নিত্য মহীয়ান-
কতই সুখের নিদ্রা; মোর রুদ্ধ স্বর
জাগিয়াছে; দৃষ্টি জুড়ে শ্রাবণ দোসর;
সন্ধ্যা ঘনায় যখন, বধূ করে মান।


নিয়ত হয়েছি সিক্ত কাব্য দরশনে-
চমকিত শুভ্র হাসি, তার চলাচল
মোহিনী ক্ষণেতে দেখা; প্রাণের বঁধুয়া-
রামধনু দেখা যেন কমল কাননে।
ছড়িয়ে রাখা অঞ্জলি ভাবনা আঁচল;
আমার প্রাণের 'পরে স্বপ্নসাথি প্রিয়া।
              --------