মেঘের মতোই তুমি, দৃষ্টি সীমানায়-
নগ্ন দেওয়াল খানি পিছে রেখে গেছ,
বাদল চোখের ধারে; তুমি যে এসেছ-
জীবন সফল জানি তব মহিমায়।
অভিমানী মনে দুঃখ! একান্তে সুমতি,
তোমাকে দেখার সাধ; সেদিন হেমন্তে-
অশ্রুতে মেলায় চোখ আঁখি-দ্বার প্রান্তে,
আমার নীরব ক্ষণে তুমি যে শ্রীমতী।


পলাশ রঙেতে মোর, রাতের প্রহর
স্পর্শিছে হৃদয়ে আজ; অতীত আহ্বান-
যুগল মিলন ক্ষণে প্রাণের দোসর;
আমার মৈথুন মনে প্রভাতের স্নান,
চোখেতে ভাসিছে তব রঙিন আঁচল-
তোমার মহুয়া প্রেমে মোর চলাচল।
           -----------