চেয়েছি তোমাকে শুধু নদীর হৃদয়ে
একদিন; বায়ু বহে হতাশ বিকালে
পাশাপাশি, প্রত্যাশিত দেখা চিরকালে;
তোমার অপেক্ষা শুধু! মন ভয়ে ভয়ে-
নিদ্রাহীন কান্না ছিল হৃদ অলঙ্কার
তোমার সাক্ষাতে; ঘোচে মিলন নিঃসঙ্গ
আনন্দ সৈকতে, তুমি প্রণয় বিভঙ্গ-
হৃদয় মাঝারে, ওঠে বসন্ত ঝংকার।


জীবন স্বামীর কাছে করেছি জিজ্ঞাসা!
আঁধারের মাঝে, তুমি অনন্ত চন্দ্রিমা-
রূপে এসে রেখেছিলে মনে ভালোবাসা
বিষাদ ক্ষণেতে; তব আলোক মহিমা-
আমার প্রভাতে এসে হয় না যে শেষ-
আঁধার জীবনে রাখি চিরন্তন রেশ।
          -----------