এত রাতে জেগে আছো তুমি! এ আঁধার
পানে চেয়ে; প্রদীপের শিখাখানি জ্বলে-
অতি নীরবে, তোমার স্বপ্ন আঁখিতলে;
ঘরের জানালা খোলা, বাহিরে আষাঢ়।
বিছানায় মুখ ঢাকি, প্রতীক্ষা আবার-
মনের আঁধারে জেগে; ভাবনা সকলে
আপন মনেতে যেন কত কথা বলে;
বাদল ক্ষণেতে খোঁজো সেই পরপার।


মন মোর, পরবাসী! ভাবিতে আকুল-
রজনি মাঝেতে তুমি! আঁধারের রাত,
নিঃস্ব পৃথিবীতে আমি; ক্ষণিক ব্যাকুল-
ধরিতে চেয়েছি শুধু প্রাণসাথি হাত;
আকাশের রামধনু দূর থেকে দেখা-
অনিদ্রা তোমার সাথি, আমি হেথা একা।
             --------