আজি সন্ধ্যাক্ষণে তুমি, নবীন কুসুমে
বাতায়ন জুড়ে আছো; সহাস্য পূর্ণিমা-
দেখিবার তরে, জেগে শুদ্ধ অরুণিমা;
পিছনে আলোর শিখা, জ্যোতি মরসুমে।
ভাবনায় জেগে আছো, সেদিনের মতো
তোমার মোহর মনে; কেবা আসে যায়-
তোমার খুশির মন পলক হারায়।
সেই সাজ, সেই হাসি, প্রেম অবিরত...


চুপি চুপি দেখি শুধু, আড়াল সময়-
তোমার পলক 'পরে; দৃষ্টি মোর ভাসে
একান্তে তোমার রূপে বেলা চলে যায়;
তোমার দেখার কাল বারেবারে আসে-
একলা এসেছি ভবে, চলে যাব একা;
ভুলিব না প্রিয়, এই ক্ষণিকের দেখা।
              --------