আঁখি জলে ভেসে গেছে সোনার বদন
খানি; বঁধুয়ারে ছাড়ি একান্ত বিরহে-
ক্ষণিক অশান্ত পথে; লজ্জাখানি সহে,
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে কিশোরীর মন।
দূরেতে ডুবিছে দেখো হেমন্তের বেলা-
লালসূর্য অস্তাচল পথেতে মেলায়;
প্রেয়সীর আঁখি জল, আদরে হারায়-
ধীরে ধীরে ভেসে যায়, ভালোবাসা খেলা।


একা একা বসেছিল, ধূলাপথ ধারে
কী যেন ভাবিল ব'সে, বড়ো অসহায়!
অতি কষ্টে মিশেছিল চেয়ে বারেবারে;
চোখের জলেতে দুঃখ বিরহ বেলায়,
হায়রে যুবতি মন! কার তরে কাঁদে?
প্রণয় জোয়ার এলে সকলেরে বাঁধে।
           ----------