প্রিয়ে! তোমার এ গান, শুনি নিরালায়
আমার বাসর ঘরে, একা অন্তহীন-
দূরে কাঁদে রজনির প্রশান্ত বিহীন,
অসমাপ্ত জীবনের পথ; অবেলায়
ওই যে পূর্ণিমা নিশি আলোর খেলায়-
সকল পরশ আজি; হৃদয়ে- গহিন
বনে জমা হয় দেখি, এক প্রাণহীন
বাঁশি ভেসে আসে, ওই প্রাণের মেলায়।


আমি একা বসে ভাবি! রাসমঞ্চ 'পরে
সকল পরানে দেখি ক্লান্তি-অবসাদ;
কার্তিকের শেষ দিন ঘোচে বহুদূর।
তোমার এ গেয়ে চলা- সে কীসের তরে?
পূর্ণিমার নিশিখানি কবির বিষাদ;
মোর ভাবনা সকল আজি ভরপুর।
             ---------