আজ সেই ছবিগুলি সাজিয়ে তুলেছ
দেওয়ালে; একদিন আমি তুমি মিলে
রাঙিয়েছিলাম, স্বপ্ন লিখে দিয়েছিলে-
ছবির মাঝারে তুমি; আদরে মেলেছ
সজ্জামন সাথে, দেখি স্বপন খেলেছ
অনিবার; কত কথা আজ যেন দিলে-
ভাবিয়ে আমায়, তবু কাছে এসে নিলে
সেদিনের সব স্মৃতি, হৃদয়ে ঢেলেছ।


ভুলিতে পারিনা আমি এত চিত্রহার,
তোমার সকল হাসি; ছবি মাঝে ঢাকা-
অবিরত চেয়ে দেখি, গভীর বাসরে
অতি কাছে লুকায়িত লজ্জিত বাহার।
ভুলে থাকা কত কথা স্মৃতিপটে আঁকা-
আজ হই জলছবি, কথা অভিসারে।
             --------