জীবনের সব ক্ষণ বয়ে চলে যায়-
বসন্তের বাতাসের মতো; চলমান
মুহূর্তরা ফিরে আসে, মনের সমান
হয়ে ওঠে; অস্তাচলে মন বুঝি ধায়।
রাত্রির অন্তিম ক্ষণে প্রভাত সূচনা
দেখি, শাশ্বত এ প্রথা দীর্ঘ চিরন্তন-
জগৎ সংসার মাঝেতে; প্রেমের মতন
ভালোবেসে কথা বলি, করেছি রচনা।


আমার জীবন-ঘর বড়ো শোভাময়,
হয়না প্রভাত হেথা, না হয় রজনি;
ঘাটেতে আসেনা তরী, আমি প্রেমময়-
বন্ধু নামে ডেকে চলি, ফেরেনা সজনি!
আমার বাগিচা 'পরে কত পুষ্প শোভে;
কখনো আসেনি অলি প্রণয়ের লোভে।
             ---------