আজি ছুটির সকালে, কবিতার সাথে
কেঁটে যায় মোর বেলা; ভেবে ভেবে শুধু
শব্দ খুঁজি; আর খুঁজি, সেদিনের বঁধু-
আমার বুকেতে এসে, ছিল প্রাণরথে।
কীবা শোভা দেখেছিনু! মোহময়ী হাতে-
নতুন পরশ লাগে, আপন সে জন
হৃদয়ে মিশেছে সে যে; সুখের বিজন
বহে, প্রণয় বাসরে প্রথমের রাতে।


আমার কবিতা কথা! আপন পরানে
ঘোরে ফেরে শুধু; তারি তরে জেগে থাকা
প্রতি দিন-ক্ষণ! রাখি বিশুদ্ধ বরণে
আপনার চিত্রপথে; শুধু থাকে আঁকা।
ছুটির সকাল আসে, মোর নাহি ছুটি;
ভাবিতে বসেছি আমি কাব্যের কথাটি।
              ----------