স্মৃতির পাতায় আঁকা মুখখানি তব
এখনও অমলিন, আমার বাসর
ঘরে; নিত্য দেখিয়াছি প্রাণের দোসর-
হৃদমঞ্চ 'পরে, তব হাসিখানি নব
রূপে আসে প্রাণাধিক! সে আনন্দে রব,
সাজিয়ে তুলিব মোর প্রাণের আসর-
দু'জনার সাথে আজি; ধ্বনিত কাসর
সুরে, তোমার মঞ্জুশ্রী হৃদ-তলে লব।


বরষা গিয়েছে ভাসি, পিছনে হেমন্ত-
শুঁকায়ে গিয়েছে মোর কথামালা; শত
নামেতে তোমারে ডাকি, সকাল বিকাল
আসে মন-দ্বারে, হই চঞ্চল অশান্ত;
দেখেছি ভূবন পানে, আমি অবিরত-
তোমাতে সপেছি প্রাণ আমি চিরকাল।
              ---------