আমরাই বাণিজ্যের বস্তু, সদ্যোজাত
শিশু মোরা, মাতৃত্বের নারী-কাঁটা ধন,
বেড়েছি জঠর মাঝে- মাতৃস্নেহে স্নাত;
হৃদয় মাঝে ছিলেম নিভৃতে আপন।
পৃথিবী দেখেছি সবে, ছেড়ে গর্ভঘর
কেঁদেছি নীরব তরে; বিনা মাতৃদুগ্ধ-
প্রথম জীবন খানি কত স্বার্থপর;
আঁধার জগতে আমি, অসহায় মুগ্ধ।


হায় রে আমার দেশ! গর্বে ভাসে বুক,
এখন আঁধার জানি দেশ মৃত্তিকায়-
সন্তান হারিয়ে যায় কত নিন্দা নিয়ে;
আমি মাতৃহারা বুকে, অপরের সুখ;
তিলে তিলে গড়ে তোলা মন অসহায়-
আমাকে মায়ের কাছে দাও যে ফিরায়ে।
            ---------