কবে শুকাইবে মোর এই আঁখিজল?
বলো- কতদিন পরে? কেমনে, কোথায়?
কেঁদে যে চলেছি আমি; বসন্তে হেথায়-
ঋতুরাজে ভুল করি, হৃদে কোলাহল;
আঁখিতে ভিজিছে আজি মলিন কাজল,
মনেতে পড়িলে কাঁদি, সেদিন সেথায়-
আঁখিজল বয়ে চলে জানি যে বৃথায়;
মরমিয়া মন খানি অতীব সজল।


একদিন আঁখি পানে ছিল সুধা ধারা,
তোমারে দেখেছি চেয়ে আনন্দে হাসিতে;
স্বপ্নক্ষণে মিলায়েছ আজি সব তারা-
সব ভুলে আজ জানি হয়েছে আসিতে;
আজ আমি বুঝে গেছি, কত ভালোবাসি!
আঁখির মাঝেতে দেখি তুমি রাশি রাশি।
            -----------