সাথে যেতে যেতে যবে, গেয়েছিলে গান-
হিমেল সন্ধ্যায়, পথ মাঝে তুমি; হাত
খানি ধরে রেখে, তব ভালোবাসা প্রাণ
দিয়েছিলে ঢেলে মোরে; ধীরে ধীরে রাত
নেমে আসে শিশিরের বেশে, অন্তহীন
মোর প্রাণ মাঝে দেখি তোমার লাবণ্য;
মিশে যাই, মিশে গেছি, একাকী- বিহীন
বসুন্ধরা মাঝে আমি তোমারই জন্য।


কত গান শুনি যেন, কত কণ্ঠ মাঝে!
বাউলের দেশে দেশে গান শুনে যাই-
মনের মতন সুর কোথা নাহি পাই,
সেদিনের সেই সুর, শুনেছি যা সাঁঝে;
তোমার সকল গান, মন মাঝে রাখি-
তোমার গানের সুরে ভেজায়েছি আঁখি।
           ----------