আজ স্মৃতি খুঁজে ফিরি- পথের ধূলার
'পরে, সেই পরিচিত নগরের দ্বারে-
তোমার হাতেতে হাত, এসে বারেবারে
কেঁটেছে প্রহর কত; কথাটি বলার
ছিল তোমাকে নীরবে; অতি অবহেলার
সন্ধ্যাখানি মিলায়েছে, আজ পরপারে
বিদায় ক্ষণেতে ডুবি, বলিছে আমারে
সব কথা ভুল হয়, আনন্দ মালার।


যখনই ফেলেছি পা, চেয়েছি ভুবনে-
সব গাছ, সব পাতা, কত পরিচিত;
সব পথে চলাচল- একান্তে দুজনে,
ভালোবাসার গহিনে বাসনা সতত;
ভুলে গেছি, পড়িবে না- মনেতে কখন,
তবু কেন এই মাটি আমার লিখন!
               --------