দূর থেকে কানে আসে বাউলের গান-
শীতের প্রভাত ক্ষণে, ওই সীমানায়
নীরব সময় মাঝে- সকলে শোনায়;
জাগিয়া উঠিছে দেখো- পাখিদের প্রাণ
আজিকে পরান মাঝে; কত অনুমান
আমার জীবন ঘরে, সুরেতে জানায়-
ভেসে চলে মন যেন দূরের সীমায়;
গানের সুরেতে আজি কাটে অভিমান।


বাউল সুরেতে যদি, আমি গেয়ে চলি-
হাতে নিয়ে একতারা; বাউলের সাজে,
গাঁয়ের সকল সাথে সেধে কথা বলি;
হৃদয় মাঝেতে আজ সুরখানি বাজে-
পিছনেতে রাঙামাটি সামনে ভুবন;
অতি ধন্য হবে জানি আমার জীবন।
                  --------